দিয়া মির্জা এয়ার ইন্ডিয়া যোগে জুলকারের জন্য তরমুজ পাঠিয়েছেন

রীতিমত তরমুজ নিয়ে এ যেন দিয়া মির্জা ও জুলকারের দুষ্টু মিষ্টি প্রেম । প্রচণ্ড গরমে জুলকার ও দিয়াকে নিয়ে গুঞ্জন যেন ছাড়ছেই না। এর মাঝে উষ্ণতা ছড়িয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে পাঠানো বেশ কয়েকটি তরমুজ। আশ্চর্য হলেও সত্যি এই কাণ্ড করেছেন খোদ দিয়া মির্জা। একনিষ্ঠ বন্ধু জুলকারকে ভারত থেকে তরমুজ গিফট পাঠিয়েছেন তিনি। দিয়া খোঁজ নিয়ে জানতে পেরেছেন বাংলাদেশে কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছে । তিনি বুঝতে পেরেছেন জুলকার মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভাঙ্গার জন্য ফলের দোকান থেকে আর তরমুজ কিনে খাচ্ছেন না। তখনই তিনি বাংলাদেশে তরমুজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে ভারতের শীর্ষস্থানীয় মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়েছে। দুজনের বন্ধুত্ব নিয়ে নতুন গুঞ্জন সৃষ্টি হয়েছে। বিভিন্ন শিরোনামে নিউজ হচ্ছে বিভিন্ন পত্রিকায়। তবে সকলের এই তথ্যটি অজানা। প্রথম যেদিন জুলকার এবং দিয়া মির্জার দেখা হয়, সেদিন দিয়া মির্জা পরিবেশ বিষয়ক সম্মেলনের একটি গার্ডেন হলের ডাইনিং এ কাটাচামচ দিয়ে তরমুজের স্লাইস জুলকারের মুখে তুলে দিয়েছিলেন। এভাবেই শুরু হয়েছিল দুজনের বন্ধুত্ব। দুই দিন আগেই...