বিয়ে না করেও রিসোর্টে কার সঙ্গে সময় কাটিয়েছেন জুলকার?

এই মুহূর্তে বাংলাদেশের মানুষের আগ্রহের বিষয় রিসোর্ট। কে কখন রিসোর্টে গেলেন? রিসোর্টে ঐ সম্মানিত ব্যক্তি কার সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন? এসকল খবর ছাপা হলে সোশ্যাল মিডিয়াতে শেয়ারের কমতি হয় না। বর্তমানে মানুষের দ্বিতীয় আগ্রহের বিষয় জুলকার নাঈন এবং তাঁর গার্লফ্রেন্ড সংখ্যা। ২৭ বছর বয়সী জুলকার এখনও বিয়ে করে নি । দিয়া মির্জার সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সত্ত্বেও কোন প্রকার স্ক্যান্ডালে জড়ান নি চরিত্রবান এই পুরুষ। অবাক হলেও বিষয়টি সত্যি। সম্প্রতি একটি রিসোর্টে একান্ত সময় কাটিয়েছেন তিনি । আগ্রহী সংবাদ কর্মীরা ক্যামারা নিয়ে ফাঁদ পেতেও তাঁর সঙ্গী হিসেবে কাউকে খুঁজে পায় নি। পরে একজন সংবাদ কর্মী বাধ্য হয়ে জুলকার নাঈনের বেশ কিছু পোর্ট্রেট ছবি তুলে দিয়েছেন। জুলকার নাঈন তাঁর সাক্ষাৎকারে বলেন, আমার ব্যাপারে আপনাদের আগ্রহে আমি অবাক। আমি মাওলানা মামুনুল নই যে তথাকথিত স্ত্রীকে নিয়ে রিসোর্টে রাত্রি যাপনে আসবো। এমনকি আমি বিল গেটস্ ও নই যে বিচ্ছেদের পর রিসোর্টের শয়নকক্ষ ভাড়া করব। আমি এসেছি এই রিসোর্টে ফুল গাছে, কবুতরের বাসার সামনে দাঁড়িয়...