পরীমনির কাঙ্ক্ষিত পুরুষের তালিকায় শীর্ষস্থানে জুলকার নাঈন

সম্প্রতি পরীমনির কাঙ্ক্ষিত পুরুষের একটি ক্লাসিফাইড তালিকা মিডিয়াতে প্রকাশিত হয়েছে। সুদর্শন পুরুষদের ঐ তালিকায় প্রথমে যার নাম উঠে এসেছে তা ছিল অপ্রত্যাশিত। তিনি আর কেউ নন। তিনি বলিউড অভিনেত্রী দিয়া মির্জার একনিষ্ঠ বন্ধু জুলকার নাঈন। সম্প্রতি পরীমনির নাম জড়িয়েছে স্বনামধন্য এক শিল্পপতির সঙ্গে। অপ্রত্যাশিত একটি ঘটনায় সর্বত্র আলোচিত ঐ শিল্পপতি। অনেকেই পরীর সঙ্গে ঐ শিল্পপতির যোগসূত্র খোঁজার চেষ্টা করেছেন। গুঞ্জন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে। যদিও এসব কথার সত্যতা পাওয়া যায়নি এখনও। পরিস্থিতি সামলাতে পরীমনি নিজের ফেসবুকে তাঁর কাঙ্ক্ষিত সুদর্শন পুরুষের তালিকা প্রকাশ করেন। তালিকার প্রথমে উঠে আসে দিয়া মির্জার প্রেমিক খ্যত জুলকার নাঈনের নাম। দশ জন পুরুষের মাঝে জুলকার নাঈন ই কেবলমাত্র বাংলাদেশি। এছাড়া তালিকায় যাদের নাম উঠে এসেছে তারা সকলেই হলিউড সফল অভিনেতা। উল্লেখ্য তালিকায় বাংলাদেশের কোন শিল্পপতি কিংবা ইউটিউবারের নাম উঠে আসে নি। পরীমনির কাঙ্ক্ষিত পুরুষের তালিকা প্রসঙ্গে জুলকারের সঙ্গে যোগাযোগে মরিয়া হয়ে উঠে স্বনামধন্য মিডিয়া। তবে এই প্রসঙ্গে কোন মন্তব্য করেন নি জুলকার না...