জুলকারের ব্যক্তিত্বে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার আগ্রহ
দিয়ার কর্মকাণ্ডে খুব অবাক হয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা । গল্পের নায়ক জুলকার নাঈনকে নিয়ে তিনি খোঁজ- দ্যা সার্চ ওয়ার্ল্ডে নেমেছেন। স্পাই নিয়োগ করেছেন জুলকার সমন্ধে জানার জন্য। জুলকারকে তরমুজ পাঠিয়ে দিয়া মির্জা লঙ্কা কাণ্ড বাঁধিয়েছেন দিয়া মির্জা । বলিউড পাড়ায় এখনও চলছে আনাগোনা। এই ঘটনার জের ধরে নতুন নায়িকার সংযোজন ঘটেছে। দিয়ার কর্মকাণ্ডে খুব অবাক হয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। গল্পের নায়ক জুলকার নাঈনকে নিয়ে তিনি খোঁজ- দ্যা সার্চ ওয়ার্ল্ডে নেমেছেন। স্পাই নিয়োগ করেছেন জুলকার সমন্ধে জানতে। দিয়া মির্জার সঙ্গে বাংলাদেশের একজন পরিবেশ এবং জলবায়ু বিষয়ক জার্নালিস্টের এমন গভীর বন্ধুত্ব কি করে সম্ভব? কারণ খুঁজতে মরিয়া বিশ্বের কনিষ্ঠতম এই সুন্দরী অভিনেত্রী। দিয়া এবং জুলকারের বন্ধুত্ব সম্পর্কে উর্বশী রাউতেলা নিজের টুইটার একাউন্টে ইতোমধ্যে বেশ কিছু উষ্ণ মন্তব্য করেছেন। উর্বশী জুলকারের অফিসিয়াল ফেইসবুক একাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। তবে উর্বশীর মিডিয়া ম্যানেজার ব্যক্তিগতভাবে জুলকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও এখনও জুলকার...