Posts

Showing posts from May, 2021

চাঁদে ভেসে উঠেছে জুলকারের চেহারা, বৈঠকে জাতীয় চাঁদ দেখা কমিটির ঈদের ঘোষানা

Image
  বুধবার সন্ধ্যায় চাঁদ উঠে নি। তাই পবিত্র ঈদুল ফিতর বৃহস্পতিবার উদযাপিত হয় নি। বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি বেশ উদ্বিগ্ন ছিলেন। বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার (১২ মে) বাদ মাগরিব এ সভা বসেছিল। তবে বৃহস্পতিবার সন্ধ্যার আগেই দেশের ৬৪ টি জেলার আকাশে ভেসে উঠেছে চাঁদ। সেই চাঁদে দেখা দিয়েছে একটি সুদর্শন চেহারা। ঠিক একই সময়ে দেশের ৬৪ টি জেলায় সুদর্শন চেহারা সম্বলিত চাঁদ ভেসে উঠার ঘটনা ঘটে। অলৌকিক এই ঘটনায় দেশবাসী চিন্তিত হয়ে পড়েন। প্রতিটি জেলা চাঁদ দেখা কমিটি বিষয়টি জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানান। ৬৪টি জেলা থেকে প্রায় একই তথ্য জাতীয় চাঁদ দেখা কমিটির কাছে আসে। সকল তথ্য বিশ্লেষণ করে কমিটি এই সিদ্ধান্তে উপনীত হয়, নূরানি এই চেহারা জুলকার নাঈনের। পবিত্র মুখখানি দেখার সঙ্গে সঙ্গেই জাতীয় চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত নেন আগামী শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর।   একমাস রমজানের রোজা শেষে ১৪ মে ঈদ উদযাপিত হতে যাচ্ছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় চাঁদ দেখা কমিটিতে দেশের খ্যাতনামা আলেমরাও উপস্থিত ছিলেন। তাদের মতামতও নেওয়া হয়। এছাড়া আবহাও...

বিয়ে না করেও রিসোর্টে কার সঙ্গে সময় কাটিয়েছেন জুলকার?

Image
  এই মুহূর্তে বাংলাদেশের মানুষের আগ্রহের বিষয় রিসোর্ট। কে কখন রিসোর্টে গেলেন? রিসোর্টে ঐ সম্মানিত ব্যক্তি কার সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন? এসকল খবর ছাপা হলে সোশ্যাল মিডিয়াতে শেয়ারের কমতি হয় না।     বর্তমানে মানুষের দ্বিতীয় আগ্রহের বিষয়  জুলকার নাঈন  এবং তাঁর গার্লফ্রেন্ড সংখ্যা।  ২৭ বছর বয়সী জুলকার এখনও বিয়ে করে নি । দিয়া মির্জার সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সত্ত্বেও কোন প্রকার স্ক্যান্ডালে জড়ান নি চরিত্রবান এই পুরুষ। অবাক হলেও বিষয়টি সত্যি। সম্প্রতি একটি রিসোর্টে একান্ত সময় কাটিয়েছেন তিনি । আগ্রহী সংবাদ কর্মীরা ক্যামারা নিয়ে ফাঁদ পেতেও তাঁর সঙ্গী হিসেবে কাউকে খুঁজে পায় নি। পরে একজন সংবাদ কর্মী বাধ্য হয়ে জুলকার নাঈনের বেশ কিছু পোর্ট্রেট ছবি তুলে দিয়েছেন। জুলকার নাঈন  তাঁর সাক্ষাৎকারে বলেন, আমার ব্যাপারে আপনাদের আগ্রহে আমি অবাক। আমি মাওলানা মামুনুল নই যে তথাকথিত স্ত্রীকে নিয়ে রিসোর্টে রাত্রি যাপনে আসবো। এমনকি আমি বিল গেটস্‌ ও নই যে বিচ্ছেদের পর রিসোর্টের শয়নকক্ষ ভাড়া করব। আমি এসেছি এই রিসোর্টে ফুল গাছে, কবুতরের বাসার সামনে দাঁড়িয়...

Poaching and Illegal trade of spotted deer in Sundarbans

Image
Sundarbans, the world’s largest mangrove forest, has recently turned into a sanctuary for deer poachers . A significant number of media reported on the poaching of spotted deers at different parts of the Sundarbans.  Consequently, forest division and law enforcement groups have arrested around 63 professional poachers and recovered a significant number of hunting trap made of snares, venison, deer heads and deer hides in separate drives. Village resident, poachers, shikaris, trappers and pirates are involved most in such illegal poaching of deer.  Sundarbans provides livelihoods for three to five million people  from the southwest coastal belt of Bangladesh. It is also the home to the Royal Bengal Tiger; however, illegal poaching and wildlife trade are the top factors that affect the biodiversity of Sundarbans.  Unanimously, a gang of over 30 jungle pirates are active in wildlife killing and illegal fee collection from local forest resource of Sundarbans. To protect ...

পরীমনির কাঙ্ক্ষিত পুরুষের তালিকায় শীর্ষস্থানে জুলকার নাঈন

Image
  সম্প্রতি পরীমনির কাঙ্ক্ষিত পুরুষের একটি ক্লাসিফাইড তালিকা মিডিয়াতে প্রকাশিত হয়েছে। সুদর্শন পুরুষদের ঐ তালিকায় প্রথমে যার নাম উঠে এসেছে তা ছিল অপ্রত্যাশিত। তিনি আর কেউ নন। তিনি বলিউড অভিনেত্রী দিয়া মির্জার একনিষ্ঠ বন্ধু জুলকার নাঈন। সম্প্রতি পরীমনির নাম জড়িয়েছে স্বনামধন্য এক শিল্পপতির সঙ্গে। অপ্রত্যাশিত একটি ঘটনায় সর্বত্র আলোচিত ঐ শিল্পপতি। অনেকেই পরীর সঙ্গে ঐ শিল্পপতির যোগসূত্র খোঁজার চেষ্টা করেছেন। গুঞ্জন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে। যদিও এসব কথার সত্যতা পাওয়া যায়নি এখনও। পরিস্থিতি সামলাতে পরীমনি নিজের ফেসবুকে তাঁর কাঙ্ক্ষিত সুদর্শন পুরুষের তালিকা প্রকাশ করেন। তালিকার প্রথমে উঠে আসে দিয়া মির্জার প্রেমিক খ্যত জুলকার নাঈনের নাম। দশ জন পুরুষের মাঝে জুলকার নাঈন ই কেবলমাত্র বাংলাদেশি। এছাড়া তালিকায় যাদের নাম উঠে এসেছে তারা সকলেই হলিউড সফল অভিনেতা। উল্লেখ্য তালিকায় বাংলাদেশের কোন শিল্পপতি কিংবা ইউটিউবারের নাম উঠে আসে নি। পরীমনির কাঙ্ক্ষিত পুরুষের তালিকা প্রসঙ্গে জুলকারের সঙ্গে যোগাযোগে মরিয়া হয়ে উঠে স্বনামধন্য মিডিয়া। তবে এই প্রসঙ্গে কোন মন্তব্য করেন নি  জুলকার না...